ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গোবিন্দগঞ্জ বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন সাবেক এপিপি অ্যাডভোকেট মিজান 

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২৩:৫৪, ২০ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫৫, ২০ জুলাই ২০২৫

গোবিন্দগঞ্জ বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন সাবেক এপিপি অ্যাডভোকেট মিজান 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান

গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। শনিবার (২০ জুলাই) বিকেল পাঁচটার দিকে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা ও সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গোবিন্দগঞ্জ বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সন্ধ্যায় পুলিশ জানায়, অ্যাডভোকেট মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। 

Mily

×