
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাগেরহাটে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দল প্রতিযোগিতায় অংশ নেয়।
শিক্ষার্থীরা চেতনায় জুলাই ধারণ করে গ্রাফিতি তুলে ধরে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাদেকুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খুরশিদা রহমান জুঁই, মেফতা উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা সমন্বয়ক এস.এম সাদ্দাম হোসেন, সদস্য সচিব আজরীন আরবী নওরীন, মানবাধিকার কর্মী আবুবকর সিদ্দিক-সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগীতায় অংশ নিয়ে ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া সরকারী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রজ্ঞা রানী চক্রবর্তী, সরকারী বালিকা বিদ্যালয়ের মাসুমা অক্তার, মোসাম্মৎ শাহানারা, শরণখোলা আইডিয়াল স্কুলের প্রতিযোগী সকলেই খুবই স্বত:স্ফুর্ত অনুভূতি প্রকাশ করে। তাদের ভাষায়, গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের স্মরণ করতে পেরে আমরা গর্বিত।”
আজরীন আরবী নওরীন বলেন, মহান জুলাই গণঅভ্যুথানের চেতনা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগীতা অসাধারণ ভূমিকা রাখছে। এই প্রতিযোগীতায় শিক্ষার্থীরা স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করেছে।গত বছর এই সময় যে সংগ্রামী যোদ্ধারা রক্তা দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। এজন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। একইসাথে আশাকরি জুলাই চেতনাকে ধারণ করে মানবিক, দুণীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে ভূমিকা রাখব।’’
এ প্রতিযোগীতার তত্ত্বাধায়ক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাদেকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় জুলাই ণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টিত হয়। সেখানে স্থান পাওয়া স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা আজ জেলা পর্যায়ে অংশ গ্রহন করছে। এই প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা তাদের অংকনের মাধ্যমে জুলাই চেতনাকে ধারণ করছে এবং স্থায়ীভাবে দেয়ায়ে তুলে ধরছে।
Jahan