
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজারে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত মিনহাজ ইবনে আমির সজীব। শনিবার বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাবলু ও তার অনুসারীরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র হত্যার ঘটনার সময় উপস্থিত ফরহাদনগর এলাকার আয়মানকে ভোরবাজারে দেখতে পেয়ে পুলিশে খবর দেন সজীব। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড, এসএস পাইপ ও কাঠের লাঠি দিয়ে সজীবকে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখম, ফোলা ও রক্তাক্ত ক্ষত হয়। সজীবের পকেটে থাকা মানিব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এ সময় সজীবের সঙ্গে থাকা আরমান ও সুজনকেও মারধর করা হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম বাবলু তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “পূর্ববিরোধের জেরে সাগর নামের একজনকে মারতে গেলে সজীব হামলার শিকার হন।”
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, “বিষয়টি নিয়ে দুই পক্ষের ভিন্নমত রয়েছে। বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নুসরাত