
সাতক্ষীরার শাহপুর গ্রামে এক মাদ্রাসা শিক্ষককে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফুল গাজী (৩৮) নামের এই মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করে একই গ্রামের খোকন গাজীর ছেলে রাজু (৩৬) গাজী। এ ঘটনায় ক্ষুব্ধ জনতার গণ পিটুনিতে হত্যাকারী রাজ গাজীও ঘটনাস্থলে নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে শিক্ষক শরিফুল ইসলামকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬)। ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক শরিফুলকে উপর্যুপরি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে আক্রমণের শিকার হয়ে শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে আটক করে। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর মন্তব্য হত্যাকারী রাজু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এদিকে খবর পেয়ে তালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, "দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ জানতে তদন্তটিম কাজ করছে বলে পুলিশ জানায়।"
Mily