ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৩:০৬, ২০ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক ছয় বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করার পর তারা বাংলাদেশে ফিরছিলেন। রবিবার ভোররাতে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করার সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পরে দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে বিজিবি জানিয়েছে, তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

নুসরাত

×