
কুড়িগ্রামের ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে বোরহান উদ্দিন রব্বানি (৬১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থী চার মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে বলে চিকিৎসকের বরাতে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। শিশু বয়সেই গর্ভে আরেক শিশু বহন করে জীবন সংকটে দিন কাটছে ওই শিক্ষার্থীর।
ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ার পরেও দারিদ্রতা ও অসহায়ত্বের কারণে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেনি ওই শিশু শিক্ষার্থীর পরিবার। এলাকার প্রভাবশালীদের কাছে বিচারের ভার দিলে গ্রাম্য সালিশ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এ অবস্থায় শিশুটির স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবন হুমকিতে পড়েছে।
এদিকে ঘটনা প্রকাশের পর অভিযুক্ত বোরহান উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার নেওয়াশী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রতিবেশি বোরহান উদ্দিনের বাড়িতে ওই শিক্ষার্থী এবং তার মা জীবিকার তাগিদে মাঝে মধ্যে কাজ করতে যান। গত চার মাস আগে অভিযুক্ত বোরহান উদ্দিনের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওই শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরে নিয়ে বল প্রযোগ করে ধর্ষণ করে বোরহান।
ওই গ্রামের যুবক মেহেদী বলেন, ‘ শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা বিষয়টি জানতে পারেন। পরে বোরহান ধর্ষণের দায় স্বীকার করছে। এলাকায় সালিশ হওয়ার কথা। আমরা চাই ওই শিক্ষার্থী যেন বিচার পায়।’
ভুক্তভোগীর মা বলেন, ‘ মেয়ের মাসিক শুরু হওয়ার পর তিন মাস মাসিক হয় না। তখন তাকে জিজ্ঞাসা করলেও ভয়ে স্বীকার করে নাই। প্রতিবেশী এক ভাবির পরামর্শে কাঠি ( প্রেগনেন্সি টেস্ট কিট ) এতে পরীক্ষা করলে মাথায় বাজ ভাঙ্গি পড়ে। তখন মেয়েকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলে বোরহানের নাম বলছে। বোরহান ধর্ষণের কথা স্বীকার করছে।’
নিপীড়নের শিকার শিশুটির মা আরও বলেন, ‘এরপর মেয়ের দাদী, বোরহানের এক শ্যালিকাসহ কয়েকজন মিলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আল্ট্রাসনো করে বলে মেয়ে চার মাস এক দিনের গর্ভবতী।’
‘ আমরা থানায় যাইতে পারি নাই। এলাকায় বিচার দিছি। কিন্তু আইজ বসি কাইল বসি করিও বিচার হচ্ছে না। আমরা গরিব মানুষ। এই বাচ্চা মেয়েটাকে নিয়া এখন কী করবো, কার কাছে যাবো। আমরা বিহিত চাই, বিচার চাই,’ অভিযুক্ত বোরহানের বিচার চেয়ে আকুতি জানান শিশুটির মা।
অভিযুক্ত বোরহান উদ্দিন বর্তমানে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। যোগাযোগের চেষ্টা করেও তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফলে এ নিয়ে অভিযুক্তের পক্ষে কারও বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙামোড় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শুভাংশু চন্দ্র রায় বলেন, ‘মেয়েটা চার মাসের অন্তসত্ত্বা। সে তার প্রতিবেশী বোরহান উদ্দিনের নাম বলেছে। বোরহানের সাথে কথা বলতে তার বাড়িতে গিয়েছিলাম। সে নাই, তার বাড়িতে তালা ঝুলছে। পরিস্থিতি দেখে মনে হয়েছে বোরহানই এ ঘটনার জন্য দায়ী। কয়েকজনের কাছে নাকি স্বীকারও করেছে। এ নিয়ে এলাকায় সালিশ হওয়ার কথা রয়েছে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ বিষয়টি আমরা অবগত নই। খোজঁ নিচ্ছি। ওই পরিবারকে প্রয়োজনীয় সকল আইনি সহায়তা দেওয়া হবে।’
আফরোজা