ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার, মাথায় ধারালো অস্ত্রের আঘাত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥

প্রকাশিত: ২২:৫৩, ২০ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫৪, ২০ জুলাই ২০২৫

গাজীপুরে কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার, মাথায় ধারালো অস্ত্রের আঘাত

গাজীপুরের কোনাবাড়িতে এক কারখানা কর্মকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে পুলিশ তাঁর রক্তাক্ত মরদেহ তালাবদ্ধ একটি ঘর থেকে উদ্ধার করে। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গাজীপুর ফিড মিল লিমিটেডে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আমবাগ মধ্যপাড়া এলাকার মাসুদ রানার মালিকানাধীন ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন।

রবিবার সকাল ১১টার দিকে রফিকুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর ছেলে। পরে বিষয়টি তিনি বাবার সহকর্মী রুবেল রানাকে জানান। অফিস থেকেও রফিকুলের সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ সম্ভব না হওয়ায় দুইজন সহকর্মী তাঁর বাসায় যান। গিয়ে দেখেন বাসার দরজায় তালা ঝুলছে।

দুপুরে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করলে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রফিকুল ইসলামের মরদেহ দেখতে পান তারা। ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল।

রফিকুলের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জিএমপি’র কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন জানান, “নিহতের মাথা ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নুসরাত

×