ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে ধর্ষণ মামলা: চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

প্রকাশিত: ২২:৪২, ২০ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ধর্ষণ মামলা: চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত।

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে খাগড়াছড়ি আমলি আদালতের বিচারক মাজেদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকালে চার আসামিকে আদালতে হাজির করা হয়।

ভিকটিমের পরিবারের পক্ষে আইনজীবী সৌরভ ত্রিপুরা বলেন, “আমরা সাত দিনের রিমান্ড চেয়েছিলাম, কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ঘটনার পরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)।

মামলার আরও দুই আসামি—মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)—এখনও পলাতক।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, “মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ঘটনার পরপরই চারজনকে আটক করেছি। আশা করছি, বাকি দুই আসামিকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।”

নুসরাত

×