ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২২:৩৯, ২০ জুলাই ২০২৫

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

শেরপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারগুলোর মাঝে দ্বিতীয় পর্যায়ে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’তে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শ্রীবরদী ইউএনও শেখ জাবের আহমেদ, নালিতাবাড়ী ইউএনও ফারজানা আক্তার ববি, ঝিনাইগাতী ইউএনও মো. আশরাফুল আলম রাসেল, এবং নকলা ইউএনও মো. জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার শহীদ আসাদুল্লাহর পরিবারের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।

এর আগে দুই ধাপে জেলার ১৩ শহিদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

নুসরাত

×