
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
রবিবার(২০জুলাই)৪টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।
অভিযানে ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল-২৫,৫৩৬ পিস, উন্নতমানের কসমেটিকস সামগ্রী- ৬৩৮ পিস, বিভিন্ন প্রকার ট্যাবলেট- ৬১৬ পিস এবং বিভিন্ন প্রকার সিরাপ-৫৭৩ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ চোরাচালানি মালামালের সিজার মূল্য এক কোটি পঁচাশি লক্ষ একুশ হাজার টাকা।
আটককৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরনের চোরাচালানি মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Mily