
ছবি: দৈনিক জনকণ্ঠ
হরতালের নামে কেউ যদি ডেমরায় আগুন-সন্ত্রাস কিংবা ষড়যন্ত্র করতে আসে, তাহলে তাকে গুঁড়িয়ে দেওয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত হরতালবিরোধী কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ জনগণের ধিক্কৃত রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দেশে নতুন করে ষড়যন্ত্র, আগুন ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, কিন্তু সেই অপচেষ্টা আর সফল হবে না। আওয়ামী লীগ যদি মনে করে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জনগণকে ভয় দেখাবে, তবে তারা মহাভুলে আছে। কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও প্রস্তুত—প্রতিটি গলি ও মহল্লায় ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডেমরা ও রামপুরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এতে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভে অংশ নিয়ে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এস এম সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস বা ষড়যন্ত্র প্রতিরোধে ডেমরা থানা বিএনপি সর্বদা সজাগ রয়েছে। ইনশাল্লাহ, ভবিষ্যতেও আমরা জনগণের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় থাকব এবং কোনো ষড়যন্ত্র বা হামলা-নাশকতা সফল হতে দেব না।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
ফারুক