
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চাঁন নামে এক বাংলাদেশি। শনিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে গরু আনতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি এবং তার কোন খোঁজও মিলছে না।
স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয়রা জানান, মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেননি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, স্থানীয়দের কাছ থেকে বিজিবি লাল চাঁনের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে বিজিবি। পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
তিনি আরো বলেন, নারায়ণপুর সীমান্তে গতরাতে (শনিবার রাতে) কোন গুলির শব্দ শোনেনি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গরু আনতে গিয়ে ভারতের মধ্যে অনুপ্রবেশ করে লাল চাঁনসহ ৪-৫ জন। এসময় সীমান্তে থাকা কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক শক লেগে প্রাণ যায়। পরে কয়েকজন মিলে তার মরদেহ নিয়ে আসে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয় এবং নিখোঁজ থাকার কথা নিশ্চিত করে।
Mily