
মাদারীপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানবিক সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। লামিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবিতে বক্তব্য রাখেন, কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, মানবিক সেবা ফাউন্ডেশনের সভাপতি আল মাসুম, অহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে মাদ্রাসায় পড়–য়া নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বুধবার (১৬ জুলাই) বিকেলে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এর পর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পাশর্^বর্তী আবদুল হক মাতুব্বরের পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত লামিয়ার স্বজনরা জানায়, ‘লামিয়া প্রায়ই একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো। বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেয়।’
Jahan