ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

কুয়াকাটায় সেমিনারে বক্তব্য রাখলেন নৌপরিবহন উপদেষ্টা

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৩৪, ২০ জুলাই ২০২৫

কুয়াকাটায় সেমিনারে বক্তব্য রাখলেন নৌপরিবহন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সিঙ্গাপুরের মানুষেরা বলে, বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ পোর্ট রয়েছে। অথচ আমাদের দেশে যখন একটি নতুন পোর্ট গড়ার কথা হয়, তখন বলা হয়- দেশ চলে গেলো। আবার চট্টগ্রাম বন্দরে কোনো অপারেটর নিয়োগ নিয়েও একই কথা ওঠে। বিষয়টি এমন যেন চিলে কান নিয়ে গেছে আর সবাই দৌড়াচ্ছে।”

রোববার (২০ জুলাই) দুপুরে কুয়াকাটায় অনুষ্ঠিত পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের উচিত বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনার মাধ্যমে বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করে তোলা। পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এ অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে।”

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। তিনি জানান, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে সরকারের সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও সহায়তা কামনা করেন তিনি।

সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, সামরিক ও বেসামরিক সংস্থা, বন্দর ব্যবহারকারী অংশীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং রয়্যাল হাসকোনিং ডিএইচভি’র টিম লিডার মেনো মুইজ। এছাড়া বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে প্রেজেন্টেশন দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের।

দ্বিতীয় সেশনে বিভিন্ন অংশীজন পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান ও অগ্রগতি নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আসিফ

×