
কুস্তা ইছামতি নদীর ওপরে ক্ষতিগ্রস্ত নদীটি দীর্ঘদিনেও নির্মাণ হয়নি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা ইছামতি নদীর ওপর নির্মিত সেতুটি গত কয়েক বছরের বন্যায় দু’পাশের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত সেতুর ওপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে। দীর্ঘ ২৩ বছরেও সেতুটি মেরামত না করায় প্রায় ১২/১৪টি গ্রামের হাজার হাজার লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০০২ সালে ইছামতি নদীর ওপর প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ইছামতি নদীর ভাঙনে সেতুটির পশ্চিম পাশের সম্পূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে যায় এবং পূর্ব পাশের দুটি পাটাতন ধ্বসে যায়। ফলে এলাকার লোকজন যাতায়াতের জন্য ক্ষতিগ্রস্ত সেতুটির ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোরকম যাতায়াতের ব্যবস্থা করে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কুস্তা, ঠাকুরকান্দি, ভররা, বিনোদপুর, খলসী, কুমুরিয়া, বনগাঁও, নারচি ও জিয়নপুর ইউনিয়নসহ ১০/১২টি গ্রামের শত শত লোকজন ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ব্যবসায়ীদের পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রেও অধিক ভাড়া ব্যয় করতে হচ্ছে। কোনো ধরনের যানবাহনও চলাচল করতে পারছে না। বন্যার সময় স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ এলাকার বহু লোকজনের দুঃখ কষ্টের সীমা থাকে না। ইছামতি নদীর প্রচ- স্রোতের কারণে প্রতিবছর বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর পাশর্^বর্তী লোকজন বন্যার সময় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়।
কুস্তা গ্রামের প্রকাশ দাশ, নিতিশ দাশসহ লোকজন বলেন, কয়েক বছরের বন্যায় আমাদের সেতুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৫ বছর আগে গ্রামবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত সেতুর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে। বর্তমানে বাঁশের সাঁকোটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে এলাকার হাজার হাজার লোকজন যাতায়াত করছে। এলাকার ভুক্তভোগি লোকজন দ্রুত নতুন সেতু নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল জানান, দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে। ১০/১২টি গ্রামের শত শত লোকজনকে যাতায়াতের জন্য মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতোমধ্যে ব্রিজটি নির্মাণের জন্য সয়েল টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ হয়েছে। উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, আমি নতুন যোগদান করেছি। দ্রুত সেতুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার অভিজ্ঞ মহল এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ দ্রুত সেতুটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
প্যানেল হু