
ছবি: জনকণ্ঠ
নান্দাইল উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক কওমি মাদ্রাসার মুহতামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। রবিবার সকাল ১০টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মামুন ওই গ্রামের হাই মদ্দীনের পুত্র।
জানা গেছে, মাহমুদুল হাসান মামুন মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম। তিনি রবিবার সকালে মাদ্রাসার আঙিনায় কাজ করছিলেন। এমন সময় ত্রিশাল থেকে কানুরামপুর দিকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে সড়কের পাশে মাদ্রাসার মাঠে উল্টে পড়ে যায়। প্রাইভেটকারটি মাদ্রাসার মাঠে কাজ করা মাহমুদুল হাসান মামুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। চালককে আটক করে থানায় আনা হয়েছে।
আবির