
ছবি: দৈনিক জনকণ্ঠ।
মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক এ্যাডভোকেট সারমিন ইয়াসমিন ডেইজিকে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের হল রুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেত্রী শারমিন ইয়াসমিন ডেইজি বলেন, “আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ আমি এই কলেজটাকে একটা স্বপ্নের কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমি মাদারীপুর জেলার মধ্যে এই কলেজটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই, এমন ভাবে দাঁড় করাতে চাই যেন মানুষ এই কলেজের নাম শুনলেই সেখানে তাদের ছেলেমেয়েদের দেয়ার আগ্রহ বোধ করে এবং ছেলেমেয়েরাও যাতে এই কলেজে পড়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারে আমি সেই বিষয়ে সচেষ্ট থাকবো। আসা করি কলেজের উন্নয়নমূলক কাজে আপনারা সব সময় আমাকে সহযোগিতা করবেন।”
এসময় বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা পলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য ফাতেমা খানম, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সাইফুল ইসলামসহ মস্তফাপুর, ঘটমাঝি, কেন্দুয়া, পেয়ারপুর ইউনিয়নের জনগণ।
মিরাজ খান