ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মুজিববাদী সংবিধানে এ দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি

প্রকাশিত: ১৮:৩০, ২০ জুলাই ২০২৫

মুজিববাদী সংবিধানে এ দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘মুজিববাদী সংবিধান’ বাতিল করে নতুন, অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন।

রোববার রাঙামাটিতে ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এক পদযাত্রা কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা পদযাত্রার মাধ্যমে দেশের প্রতিটি জনপদে, প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছাতে চাই। পার্বত্য চট্টগ্রামে কৃত্রিমভাবে বিভাজন ও অস্থিরতা ধরে রেখে একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুবিধা আদায় করে আসছে। আমরা তাদের সেই সুযোগ আর দিতে রাজি নই।”

তিনি বলেন, “বর্তমান সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা হয়নি। এজন্য পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাও এই সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই এমন একটি নতুন সংবিধান, যেখানে মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা—সব জাতি ও সম্প্রদায়ের সমান অধিকার থাকবে। সবার অংশগ্রহণে গঠিত হবে ‘সবার বাংলাদেশ’। তাই প্রয়োজন মুজিববাদী সংবিধান বাতিল করে সর্বজনীন সংবিধান প্রণয়ন।”

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “যে বিভাজন ও অস্থিরতা বছরের পর বছর ধরে চলছে, তা দূর করা জরুরি। আমাদের লক্ষ্য হলো—সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলা। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য গড়ে তুলতে হবে, যেন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নেয়।”

শিহাব

আরো পড়ুন  

×