
রংপুর নগরীর অন্যতম ব্যস্ত সড়ক—জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা—দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। গর্ত, ভাঙাচোরা আর পানি জমে এই সড়কে চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও রংপুর সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়নি।
সড়কের এমন অবস্থা আর সিটি কর্পোরেশনের নিস্ক্রিয়তার প্রতিবাদে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাতমাথা রেলগেট সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের পাশে আয়োজন করা হয় "রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা"।
এই অভিনব কর্মসূচিতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানভীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ আরও অনেকে। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম। কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণই ছিল বেশি।
এ বিষয়ে স্থানীয় যুবক রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি ভয়াবহভাবে নষ্ট হয়ে আছে। কোথাও গর্ত, কোথাও ভাঙাচোরা। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অথচ সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ধরে নিচ্ছি—সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মৃত, তাদের কোনো সাড়া নেই। সেই কারণেই এই প্রতীকী জানাজার আয়োজন করেছি।”
তিনি আরও জানান, “এর আগেও নানা উপায়ে চেষ্টা করেছি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়েছে—কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।”
সানজানা