ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পটিয়ায় গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৪:৩৫, ২০ জুলাই ২০২৫

পটিয়ায় গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার 

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা এলাকায় উর্মি আক্তার নামের এক গৃহবধুকে নির্যাতনের পর হত্যার অভিযোগ ওঠেছে। রবিবার সকাল ১১টায় পটিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধু মনসা এলাকার মোজাম্মেল হকের স্ত্রী। শ্বশুর পরিবারের দাবি আত্মহত্যা। তবে গৃহবধূর পরিবারের দাবি শ্বশুর পরিবারের লোকজন নির্যাতন করে তাকে হত্যা করেছে৷ 

গৃহবধুর দেবর শহীদুল ইসলাম জানান, তার ভাবী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তাকে ও পরিবারের অন্যদের খবর দিলে তারা চিকিৎসার জন্য পটিয়া হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষনা করেন। 

পটিয়া থানার ওসি যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর হত্যা না আত্মহত্যা জানা যাবে। 

শিহাব

×