
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর- সিঙ্গারবিল সড়কের বক্তারমুড়া-দুলালপুর সংযোগস্থলে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া প্রায় তিন ফুট গভীর গর্ত ও রাস্তার একাংশ ভেঙে খাদের মতো হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। কয়েকদিন আগে একটি ট্রাক সেই গর্তে আটকে যায়, ফলে রাস্তাটি পুরোপুরি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সিএনজি, রিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বারবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায়, অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী নিজ উদ্যোগে এ রাস্তাটি আংশিক মেরামতের কাজ শুরু করেন।
শুক্রবার (১৯ জুলাই) তিনি নিজ খরচে রাবিশ, আধলা ইট ও মাটি দিয়ে বিপজ্জনক গর্তগুলো ভরাট করেন। এতে করে যানবাহন চলাচল আপাতত স্বাভাবিক হয়েছে। প্রকৌশলী আমিনুল হক চৌধুরী জানান, রাস্তার এই অংশ পুরোপুরি মেরামত করতে আরও ইট ও বালুর প্রয়োজন হবে, যা তিনি অচিরেই সম্পন্ন করবেন।
তিনি বলেন, “মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে—রাস্তা সংস্কার কেবল সরকারের দায়িত্ব। অথচ এ রাস্তা আমরা প্রতিদিন ব্যবহার করি, তাই নিজের আশপাশের সমস্যা সমাধানে আমরা সবাই দায়িত্ববান হতে পারি। সমাজের জন্য বিনা প্রতিদানে কাজ করাই প্রকৃত সেবা।”
প্রকৌশলী আমিনুল হকের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, “যেখানে সরকার নিরব, সেখানে একজন সচেতন নাগরিক এই কাজটি করে দেখিয়েছেন।”
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বক্তারমুড়া-দুলালপুর সংযোগ সড়কটি যেন দ্রুত সংস্কার ও পাকা করা হয়, যাতে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হয়।
সাব্বির