ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শরীয়তপুর-ঢাকা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বেলে হরতালের চেষ্টা ‘নিষিদ্ধ ছাত্রলীগের’

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৪:০৫, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০৬, ২০ জুলাই ২০২৫

শরীয়তপুর-ঢাকা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বেলে হরতালের চেষ্টা ‘নিষিদ্ধ ছাত্রলীগের’

ঢাকা-শরীয়তপুর সড়কের নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করে রাত ১২টার দিকে হরতাল পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ’-এর নেতাকর্মীরা। এ সময় ২০–২৫ জনের একটি দল নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানায়।

এদিকে ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই দলটিকে ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেন। পরে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ স্টুডেন্টস লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়, যেখানে দেখা যায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করা হচ্ছে।

বিএনপি নেতারা জানান, গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর জাজিরায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে ১৫ আগস্ট আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি পালন করা হয়। এরপর সংগঠনটি আর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি। তবে রাতের আঁধারে বিভিন্ন সময়ে জেলার নানা স্থানে মশাল মিছিল, পোস্টার সাঁটানো ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঢাকা–শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ‘ছাত্রলীগ’-এর নেতাকর্মীরা। তারা গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তার ওপর প্রতিবন্ধকতা তৈরি করে। তারা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানায়।

খবরটি ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা মাঝিরহাট এলাকায় গিয়ে ‘ছাত্রলীগ’-এর ওই দলটিকে ধাওয়া করেন। পরে তারা সড়ক থেকে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। খবর পেয়ে নড়িয়া ও পালং মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আল নাজির বলেন,
‘পলাতক ও নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী ও সমর্থক রাতের আঁধারে ঝটিকা মিছিল, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অনেক দিন ধরেই তারা এ ধরনের কাজ করছে। কিন্তু পুলিশ ও প্রশাসন তা রুখতে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা ছাত্র-জনতা মিলে নিষিদ্ধ সংগঠনের সব অনৈতিক ও জনদুর্ভোগ সৃষ্টি করা কর্মকাণ্ড প্রতিহত করব।’

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন,
‘রাতের আঁধারে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে কিছু লোক সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়েছেন। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কারা এই ঘটনা ঘটিয়েছেন, তা শনাক্তে পুলিশ কাজ করছে।’

সানজানা

×