ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনায় বসতঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৪:০১, ২০ জুলাই ২০২৫

নেত্রকোনায় বসতঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

সংগৃহীত প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ন’টার দিকে দুর্গাপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মারা যাওয়া দম্পতি হলেন: দুর্গাপুর সদরের চকলেঙ্গুরা গ্রামের সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২১)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, তিন বছর আগে চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সোহাগ ও কুড়ালিয়া গ্রামের রহিমুদ্দিনের মেয়ে ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রিও সহকারী হিসেবে কাজ করতো। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ তার শ^শুর বাড়িতেই থাকতেন। তাদের দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে। রবিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদের দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সাব্বির

×