
ছবি: দৈনিক জনকণ্ঠ।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন ঠিকাদার ও সেবাগ্রহীতা প্রতিনিধিরা। একই সঙ্গে রাসিকের সচিব মোছা. রুমানা আফরোজকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় চলমান উন্নয়ন কাজ বন্ধের হুশিয়ারিও দেওয়া হয়।
আজ রবিবার (২০ জুলাই) রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে রাজশাহী সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী সচেতন নাগরিক সমাজের পক্ষে মো. তরিকুল কালাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ইয়াহিয়া খান মিলু, গাজী কনস্ট্রাকশনের গাজী সালাহউদ্দিন, হাফিজুল ইসলাম আপেল, বেলাল খান, মজিদ কনস্ট্রাকশনের সারওয়ার জাহানসহ অন্যান্য ঠিকাদার ও সেবাগ্রহীতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনে বর্তমানে নানা জটিলতা ও অচলাবস্থা বিরাজ করছে। জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, হোল্ডিং নম্বর, এনওসি, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবায় ভোগান্তি চরমে উঠেছে। সচিবের টেবিলে ফাইল মাসের পর মাস পড়ে থাকে।
তারা অভিযোগ করেন, সচিব রুমানা আফরোজ যোগদানের পর থেকে সেবাগ্রহীতাদের প্রতি দুর্ব্যবহার ও অনিয়ম বেড়েছে। ঠিকাদারদের বিল মাসের পর মাস আটকে রাখায় নগরীর ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়নকাজের গতি থমকে গেছে। ফলে নিত্য যানজটসহ জনদুর্ভোগ বেড়েই চলেছে নগরে।
সংবাদ সম্মেলন থেকে মজিদ কনস্ট্রাকশনের সারওয়ার জাহান অভিযোগ করেন, আমাদের ৩৮ শতাংশ কাজ শেষ হলেও বিল পাচ্ছি না। ৭৯ কোটি টাকার প্রকল্পে মাত্র ১২ কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বাকি বিল না পাওয়ায় ভদ্রা কাঁচাবাজারের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। তিনি বলেন, এভাবে কাজ করা সম্ভব নয়।
গাজী কনস্ট্রাকশনের গাজী সালাহউদ্দিন বলেন, রাসিক সচিবের অনিয়ম ও অবহেলার কারণে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সিটি কর্পোরেশনকে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, অস্থায়ী প্রশাসকের বদলে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হলে সেবার মান ও কাজের গতি বাড়বে। সচিব রুমানা আফরোজকে অপসারণ করে সেবামুখী সচিব নিয়োগেরও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে তাদের (ঠিকাদার) দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী ২৩ জুলাই থেকে রাজশাহীর চলমান সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ২৭ জুলাই সিটি কর্পোরেশন ভবনের সামনে মানববন্ধন করা হবে বলে হুঁশিয়ারি দেন।
মিরাজ খান