
ছবি: জনকণ্ঠ
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে জব্দ করে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ঈদুল আজহার আগে ৬ জুন ফরিদপুরের মধুখালীতে আরএসএফ পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকে পড়ে ছিলেন। পরে বাসটি উদ্ধার করে থানার পাশে রাখা হয়।
ওসি আরও জানান, বাসটি মালিকপক্ষের তত্ত্বাবধানে ছিল। তারা দেখাশোনার জন্য লোক নিয়োগ করলেও শনিবার দুপুর থেকে কেউ বাসের কাছে ছিল না। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বাসে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মুমু ২