ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঝোপঝাড় ও আবর্জনা জায়গায় এখন চোখজুড়ানো সবুজ শাকসবজি

নিজস্ব সংবাদদাতা,  রায়পুরা, নরসিংদী

প্রকাশিত: ০০:৪০, ২০ জুলাই ২০২৫

ঝোপঝাড় ও আবর্জনা জায়গায় এখন চোখজুড়ানো সবুজ শাকসবজি

নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইনের দুই পাশে অব্যবহৃত পতিত জমিকে চাষের আওতায় এনে ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের পাশে বিভিন্ন শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের চাষ করে এই জমিগুলোকে কৃষি উৎপাদনে রায়পুরা কৃষি অফিসের সহযোগিতায় ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন। তিনি জানান, "যে জমিগুলো বছরের পর বছর পরিত্যক্ত ছিল, সেগুলোকেই আমরা কৃষি কাজে লাগিয়ে দৃষ্টান্তমূলক একটি উদ্যোগ নিতে পেরেছি। এতে যেমন জমির সদ্ব্যবহার নিশ্চিত হলো, তেমনি স্থানীয় কৃষকরাও এর সুফল পাচ্ছেন।" এই প্রকল্পের মাধ্যমে সরকারি সম্পদের কার্যকর ব্যবহার যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি এলাকাবাসীর মধ্যে কৃষির প্রতি আগ্রহও বাড়ছে।

স্থানীয়দের অনেকেই বলেন, আগে এ জায়গাগুলোতে ঝোপঝাড় ও আবর্জনা থাকলেও এখন চোখজুড়ানো সবুজ শাকসবজিতে ছেয়ে গেছে। এই উদ্যোগ এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করছে দরিদ্র কৃষকদের। উল্লেখ্য, এটি শুধু রায়পুরা নয়, সারাদেশে সরকারি পতিত জমি ব্যবহারের একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

আঁখি

×