ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ০০:৩৩, ২০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ জেলায় রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উক্ত ধারা অনুযায়ী উল্লিখিত সময় ও স্থানে যে কোনো ধরণের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন সৃষ্টি হয় এমন কোন কাজ এবং একসঙ্গে চারজনের অধিক ব্যক্তি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তবে, পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে।

শনিবার রাতে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন। রাত সোয়া ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জেলার সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজু

×