ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ১৯ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদ

প্রতিবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জাসাস মানববন্ধন করেছে। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর- 
লালমনিরহাট ॥ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকালে জেলা শহরের মিশন মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) লালমনিরহাট জেলা শাখা। সংগঠনের সভাপতি শামসুদ্বহা বাবুর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ।
গাইবান্ধা ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, গাইবান্ধা জেলা শাখা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তাক আহমেদ,  জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন।  
বগুড়া ॥ শনিবার বগুড়ায় বিএনপি বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে বিপুল জনসমাগম হয়।শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এই সমাবেশ কানায় কানায় ভরে ওঠে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুবর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলামসহ জেলা বিএনপির অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়।
মাগুরা ॥ শনিবার মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জাসাস মাগুরা জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য কটুক্তির  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জাসাস মাগুরা জেলা শাখাসহ বিএনপি ও অঙ্গ সংগঠানের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে   বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ হাসান খান কিজিল, জাতীয়তাবাদী শ্রমিক দলের আব্দুর রশিদ, জাসাস নেতা অ্যাডভোকেট কাজী সিরাজ উদ্দিন মিহির, হাসানুজ্জামান হাসু  প্রমুখ।

মাদারীপুর ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদারীপুরে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) উদ্যোগে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে জাসাস, মাদারীপুর জেলা শাখার ব্যানারে শহরের পুরান বাজার প্রধান সড়কের সামনে (রেইন্ট্রিতলা) এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্যানেল হু

×