
খুবিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্সের’ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এবং ৪র্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলদ ও ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, এস্টেট শাখা প্রধান এসএম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, খুবির সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ‘কেইউ ইনসাইডার্সের’ মূল অ্যাডমিন আল মামুনসহ অ্যাডমিন প্যানেলের অন্য সদস্য উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃক্ষরোপণের পর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
প্যানেল হু