
মিরসরাইয়ে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায় নুরুল আমিন চেয়ারম্যান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এসময় বক্তব্য রাখেন মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘৭১ এর পরাজিত শক্তি ২৪ এর পরাজিত শক্তি একাকার হয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ আপনাদের পরাজিত শক্তির সেই ষড়যন্ত্র শক্ত হাতে রুখে দিবে। আমি বলবো বাংলাদেশের জাতীয়তাবাদি শক্তি এবং ইসলামি মূল্যবোধের শক্তি এই দুই শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দুই শক্তির মধ্যে কেউ যদি বিভেদ বিভ্রান্তি করার চেষ্টা করে আমরা ধরে নেবো তারা জাতীয় শত্রæ। বাংলাদেশের দুশমন। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি।’
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দলীয় নেতাকর্মীদের হাতে ফলজ, বনজ, ওষুধি গাছের চারা তুলে দেন এবং স্কুল মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
আফরোজা