ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ২১:৪০, ১৯ জুলাই ২০২৫

লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

ছবি: জনকণ্ঠ

ভোলার লালমোহন উপজেলায় যৌথ অভিযানে অন্তত আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন পৌরশহরের কয়েকটি দোকানে অবৈধ জাল বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুরে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণের কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারী জাল, রিং জাল, জিরো জাল, পাই জাল ও পোয়া জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ আরো বলেন, অভিযানে জব্দকৃত জাল যথাযথ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শহীদ

×