ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

খুলনায় বিষাক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু, ২ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, খুলনা

প্রকাশিত: ২১:১৩, ১৯ জুলাই ২০২৫

খুলনায় বিষাক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু, ২ জন হাসপাতালে

ছবিঃ সংগৃহীত

খুলনা মহানগরীর বয়রা এলাকায় বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকালে তারা মারা যান। শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা একসঙ্গে মদ্যপান করেছেন বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন: নগরীর বয়রা পাবলিক কলেজের পেছনের বাসিন্দা তোতা (৬০), বয়রা সেরের মোড়ের বাবু (৫০),
বয়রা মধ্যপাড়া আব্দুস সামাদের ছেলে সাবু (৬০) এবং বয়রা জংশন রোড এলাকায় কালিপদ কুমার বিশ্বাসের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭)। এছাড়া অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজনকে। আবার কেউ কেউ জানান, সনু নামের আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তারা সবাই একসঙ্গে মদ্যপান করেন। বয়রা বাজার মোড়ে তোতার দোকানে তারা মদ করেছে বলেও জানান কেউ কেউ। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার বিকালে বিভিন্ন সময়ে চারজনের মৃত্যু হয়। অসুস্থ দুইজনকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি না—এটা ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এদিকে, হঠাৎ করে পরিবারের সদস্যের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আত্মীয়-স্বজনদের মাঝে। কেউ কেউ তাদের আগামী জীবন-জীবিকা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা বলেছেন, এটি যদি আসলেই বিষাক্ত মদ হয়ে থাকে, তাহলে এই মদ যারা সাপ্লাই দেয় বা বিক্রি করে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের প্রতি।

ইমরান

×