ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে ঈশ্বরদীর জামায়াত নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ২১:০৩, ১৯ জুলাই ২০২৫

ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে ঈশ্বরদীর জামায়াত নেতার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঢাকায় জামায়াতে ইসলামী’র মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেওয়া ঈশ্বরদীস্থ জামায়াতে ইসলামী’র নেতা ও নেসকো ঈশ্বরদী অফিসের মিটার রিডার মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চর মিরকামারী পশ্চিমপাড়ার মাহবুব বিশ্বাসের বড় ছেলে।

শনিবার (১৯ জুলাই) ভোর রাতে ঈশ্বরদীর সলিমপুরের নিজ বাড়ি থেকে রওনা দেওয়ার পর রাত আনুমানিক ৩টার সময় বাসটি গাজীপুর চান্দুরা পৌঁছালে তিনি অসুস্থতা অনুভব করেন। এ অবস্থায় প্রথমে তাকে ঐ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার না থাকায় পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর চরমিরকামারী পশ্চিমপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন করা হয়। এছাড়াও খুলনার দাকোপ উপজেলা আমির সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করায় মহাসমাবেশ থেকে দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ইমরান

×