ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঈশ্বরদীতে প্রাাইভেটকারের ধাক্কায় রুপপুর পরমাণু প্রকল্পের হিসাব রক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ২০:৪৮, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ২১:১৯, ১৯ জুলাই ২০২৫

ঈশ্বরদীতে প্রাাইভেটকারের ধাক্কায় রুপপুর পরমাণু প্রকল্পের হিসাব রক্ষক নিহত

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইর খাইরুল প্রামাণিক নামে আরেকজন রিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মাসুম আলম নামে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল রোড দিয়ে পোস্ট অফিস মোড়ের দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশের দেয়াল ভেঙ্গে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, আমি রাস্তার পাশে রিক্সার ওপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিক্সাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি পক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। 

রাজু

×