
ছবি:সংগৃহীত
বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং রাজনৈতিক সহিংসতার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মৃত আব্দুল লতিফের পুত্র আমিনুল।
ডিবি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এবার তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, আন্দোলনের সময় নিরীহ ছাত্রদের ওপর সংঘটিত হামলার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
এর আগে, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে বগুড়ার উপশহর এলাকায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আলোচিত ওই হত্যা মামলার চার্জশিটে আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহীন হত্যায় আমিনুলের প্রত্যক্ষ নির্দেশনার কথা উল্লেখ করেন।
শাহীন হত্যা মামলায় হাইকোর্ট আমিনুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে পরবর্তীতে তৎকালীন বগুড়া দায়রা জজ নরেশ চন্দ্র সরকার তাকে জামিন মঞ্জুর করলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে এই জামিন প্রদানকে কেন্দ্র করে বিচার বিভাগীয় শুদ্ধাচার নিয়েও প্রশ্ন ওঠে, যা তৎকালীন সময়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।
জেলা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় তার সংশ্লিষ্টতা স্পষ্ট হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
একাধিক আলোচিত হত্যাকাণ্ডে একই ব্যক্তির সম্পৃক্ততা ফের আলোচনায় এনেছে তাকে।
মারিয়া