
ছবি: সংগৃহীত
পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ প্রেস ব্রিফিং, যাত্রাবাড়ীর আনোয়ারা (আবাসিক) হোটেলে অজ্ঞাতনামা হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার, বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।
সূত্র: যাত্রাবাড়ী থানার মামলা নং-৫৬/৬৬৪, তারিখ: ১৫ জুলাই ২০২৫খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
গত ১৪/০৭/২০২৫ ইং তারিখে ১৩:৫৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানা মোবাইল ডিউটি টীম আনোয়ারা হোটেল (আবাসিক) এর ২৫৬নং কক্ষে গিয়ে ১টি অজ্ঞাতনামা লাশ পায়। উক্ত লাশটি অজ্ঞাত থাকায় (সনাক্ত না হওয়ায়) এসআই (নি:) আল-ইমরান অজ্ঞাতনামা ভিকটিমকে হত্যার জন্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সূত্রোক্ত হত্যা মামলা রুজু করে। ঘটনার শুরু থেকে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ ক্রাইমসিন টিম উক্ত ঘটনা সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। উক্ত মামলাটি পিবিআই এর সিডিউল ভূক্ত হওয়ায় গত ১৭/০৭/২০২৫ তারিখ রিকুইজিশন করত: এসআই (নি:) মো: কবির হোসেন কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।
উক্ত তদন্তকারী কর্মকর্তার ছায়া তদন্তে প্রাপ্ত ভিডিও ও অজ্ঞাতনামা আসামীর মোবাইল এর প্রযুক্তিগত সহায়তায় আসামীকে সনাক্ত করেন। গত ১৮/০৭/২০২৫ তারিখ তদন্তে প্রাপ্ত আসামী মো: আল-আমিন (৩৪) কে গাজীপুর মহানগর, টঙ্গী থানার, ষ্টেশন রোড এলাকা হতে ২১:০০ ঘটিকায় গ্রেফতার করেন। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করলে উক্ত আসামি নিজকে জড়িয়ে ঢাকা মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর নিকট ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
প্রাথমি তদন্তে জানাযায় যে, আসামী আল-আমিন (৩৪) ও সঙ্গীয় সহযোগী সাদ্দাম সহ গত ১২/০৭/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় কমলাপুর রেলষ্টেশনে অজ্ঞতনামা ভিকটিম (পুরুষ) অনুমান ১২ বছর এর সাথে পরিচয় হয়। অজ্ঞাতনামা ভিকটিম আসামীদের বরিশাল এর ট্রেন কখন ছাড়বে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা জনান বরিশালে ট্রেন যায়না । তখন ভিকটিমের সাথে আসামীদের পরিচয় হয়, পরিচয়ের এক পর্যায়ে ভিকটিম জানান সে গত ১ দিন যাবৎ কিছুই খায় নাই। তখন আল-আমিন ভিকটিমকে রেলষ্টেশনের পাশ থেকে খাবার কিনে দেয় এবং ভিকটিমের জন্য সেন্ডেল জুতা কিনে দেয়। আসামীরা ভিকটিমকে সারাদিন তাদের সাথে রাখে। পরবর্তীতে সন্ধার পরে ভিকটিমকে আসামী আল-আমিন যাত্রাবাড়ী থানাধীন আনোয়ারা (আবাসিক) হোটেলের ২৬৫ নং কক্ষে নিয়ে যায়। তখন হোটেলের বিদ্যুৎ ছিলোনা। কিছুক্ষন পরে সাদ্দাম হোটেলে যায় এবং দুই জন পর্যায় ক্রমে অস্বাভাবিক উপায়ে ভিকটিমের সাথে যৌন সংগম করে তাতে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে গত ১৩/০৭/২০২৫ তারিখ সকালে আসামীদ্বয় পূনরায় ভিকটিমের সাথে যৌন সংগম করতে চাইলে ভিকটিম নিষেধ করে এবং নিজে অসুস্থ বলে জানায় তখন আসামী আল-আমিন ও সাদ্দান তাকে কোমড়ের বেইল দিয়ে পিটায় ও একপর্যায়ে ভিকটিমের মাথা ও মুখে ঘুষি মারে। ভিকটিম রাজি না হওয়াতে আসামী সাদ্দাম ভিকটিমের বুকে স-জোরে লাথি মারলে ভিকটিমকে খাট থেকে নিচে ফেলে দেয়। পরবর্তীতে আসামীদ্বয় ভিকটিমের সাথে একাধিকবার অস্বাভাবিক উপায়ে যৌন সংগম করতে না পারায় উক্ত আসামীদ্বয় ভিকটিমকে শারীরিক নির্যাতন করত: হত্যা করে।
তদন্তে প্রাপ্ত অপর আসামি সাদ্দামকে গ্রেফতারের অভিযান অব্যাহৃত রয়েছে।
অজ্ঞাতনামা ভিকটিম (পুরুষ) বয়স অনুমান ১২ বছর এর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা উক্ত ভিকটিমের বাড়ী বরিশাল মর্মে জানাযায়। ভিকটিমের পরিচয় নিশ্চিত করার জন্য ভিকটিমের উঘঅ প্রোফাইল করা হয়েছে। এছাড়াও পিবিআই বরিশাল জেলার মাধ্যমে ভিকটিম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক টিম কাজ করছে।
মো: কবির হোসেন
বিপি-৭৯৯৮০০৫২৩৪
এসআই (নি:)
পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ
মোবাইল : ০১৭১৩-৯৬৭২৯৮ মো: শাহাদাত হোসেন, পিপিএম-সেবা
বিপি-৭৬০৬১১৯৭৫০
পুলিশ সুপার
পিবিআই, ঢাকা মেট্রো দক্ষিণ
মোবাইল ০১৩২০-০২৭৭৫৫
ছামিয়া