ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বদলগাছীতে ইউএনওর বৃক্ষরোপণ কর্মসূচি

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ 

প্রকাশিত: ১৯:৩৪, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৫, ১৯ জুলাই ২০২৫

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বদলগাছীতে ইউএনওর বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে নওগাঁর বদলগাছীর মেইন সড়কের দুপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা বন বিভাগের কারিগরি সহযোগিতায় বদলগাছী চাকরাইল মেইন সড়কের দুপাশে প্রথম পর্যায়ে এক হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, "প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জনপদের নান্দনিক সৌন্দর্য বাড়াতে আমরা এই কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে বদলগাছী উপজেলার চাকরাইল সড়কের সীমানা হতে এক হাজার গাছ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার মেইন সড়কের দুপাশ দিয়ে আরো তিন হাজার সৌন্দর্য বর্ধনকারী কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম প্রমুখ।

মিরাজ খান

×