
ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানকে (৬০) গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে আড়ুয়াবর্নী গ্রামের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খান উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের রত্তন খানের ছেলে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে তাকে আদলাতে সোপর্দ করা হয়েছে।
চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলাসহ দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়–য়াবর্নী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া শুক্রবার রাতে অভিযান চালিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রোকা শেখকে (৫০) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শহীদ