ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

পুলক সরকার, খোকসা, কুষ্টিয়া

প্রকাশিত: ১৯:২০, ১৯ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ আব্দুর রাজ্জাক (৬৩) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে খোকসা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সে উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের মৃত ইয়াছিন প্রামানিকের ছেলে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জনকণ্ঠকে জানান, বিস্ফোরক পদার্থ আইনে জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরাজ খান

×