ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২০, ১৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে জনশৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ’র সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন বলে জেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সহিংসতার তিন দিন পর শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল থাকায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবারের ওই সহিংসতার পর রাত ৮টা থেকে জেলায় জারি করা কারফিউ শুধুমাত্র শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি দিয়ে টানা চলে শনিবার সকাল ৬টা পর্যন্ত। গোপালগঞ্জ শহরসহ গোটা জেলার সাধারণ মানুষ সময় পার করেছে নানা আতঙ্কে। দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান সব ছিল বন্ধ। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হয়নি।

শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করায় সেই গুমোট অবস্থা থেকে মানুষ খানিকটা স্বস্তিতে ফিরতে শুরু করেছে। বিভিন্ন সড়কে কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষের আনাগোনা দেখা গেলেও রাস্তাঘাট অধিকাংশই ছিল ফাঁকা। রিকশা, ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলেছে। বাজারঘাটের পরিবেশও খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কাঁচাবাজারের প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সহিংসতার ঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জ, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি হয়েছে ৩ হাজারেরও বেশি। বিভিন্ন থানা থেকে এ পর্যন্ত মোট ২৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত; কিন্তু গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সবখানে তাদের টহল রয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) পরিচালিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ইমরান

×