ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মেহেরপুরে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে

জাহিদুর রহমান, মেহেরপুর

প্রকাশিত: ১৯:১৯, ১৯ জুলাই ২০২৫

পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে

ছবি: দৈনিক জনকণ্ঠ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, “পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আমাদের সবার সচেতন দৃষ্টি রাখতে হবে। আমাদের জীবন যেন আর কখনও এই পরাজিত মাফিয়াদের পদতলে সঁপে দিতে না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আজ শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “নিশ্চিত বুলেটের সামনে বুক পেতে যারা আমাদের মুক্ত করেছে, সেইসব মোজাহিদদের চেহারা আমাদের মনে রাখা উচিত।”

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। গাংনী উপজেলার উন্নয়ন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ফারুক

×