ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ইআইইটি ও ইআইএ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯:০৭, ১৯ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে ইআইইটি ও ইআইএ এর উদ্বোধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

দক্ষ মানব সম্পদ উনয়নের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডঃ খ ম কবিরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে উদ্বোধন করেছেন ইকো ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ইআইইটি) এবং ইকো ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচার (ইআইএ) ।  

শনিবার (১৯ জুলাই) তিনি প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকায় প্রায় ২৫ একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভারম্ভ করেন।      

এসময় সচিব ডঃ খ ম কবিরুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষা দেশের চালিকা শক্তি। বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। উত্তরের এই প্রত্যন্ত অঞ্চলে এমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হলে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো যাবে। যা দেশে রেমিটেন্স আনবে।তিনি আরো বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতেন যাতে দেশের জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারত।

ইআইইটি ও ইআইএ -এর চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকোওশলী রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান সুমন,  বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা ফয়সল আমিন । সবশেষে সকলকে ধন্যবাদ জানান, ইআইইটি ও ইআইএ -এর ভাইস চেয়ারম্যান ডক্টর সেলিমা আখতার ।   

উল্লেখ্য, ঠাকুরগাঁও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন -ইএসডিও -এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক।

মিরাজ খান

×