ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরীকে ধর্ষণ

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯:০৫, ১৯ জুলাই ২০২৫

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরীকে ধর্ষণ

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদ এবং মানিকছড়ির মাদ্রাসা শিক্ষার্থী মোঃ সোহেল’কে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।
শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন সম-অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সবাপতি মোঃ আঃ কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, যুগ্ন সম্পাদক মোঃ জহির আহম্মদ প্রমূখ।
এ সময় তারা বলেন, ত্রিপুরা শিক্ষার্থী দীর্ঘদিন যাবত নিজ জাতীর এক সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে গেলে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে ঘিরে একটি চরম মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত নাটক মঞ্চস্থ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে একটি প্রেমঘটিত ব্যক্তিগত ঘটনাকে ‘গণধর্ষণ’ হিসেবে চালিয়ে দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসে উঠে পড়ে লেগেছে।

Jahan

×