
লক্ষ্মীপুরে পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ জুলাই) বিকালে জেলা প্রেসক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক আরমান হোসেন, জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ, আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদসহ আরও অনেকে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিলো, সেটি পূরণে তারা ব্যর্থ হয়েছে। দেশে সন্ত্রাসের অভয়ারণ্য। বিচার বিভাগ থেকে শুরু করে কোথাও সংস্কার হয়নি। এখনো জুলাই সনদ ঘোষণা করেনি সরকার। সরকারকে আমরা সহযোগিতা করছি। একইভাবে অনিয়মের প্রতিবাদও জানিয়েছি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদ।
আরও বলেন, গোপালগঞ্জের ন্যায় লক্ষ্মীপুরে এনসিপির প্রোগ্রামে হামলা হবে, সেটি আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের পর এখানকার সকলে গণতন্ত্রকামী। তারা অভ্যুত্থানের অংশীদার। সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের মতো তাদেরও স্বপ্ন। তারপরেও আমরা সতর্ক রয়েছি।
উল্লেখ্য, দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে ২২ জুলাই লক্ষ্মীপুরে আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন বেলা ৩টায় জেলা সার্কিট হাউজে আসবেন তারা। এরপর বিকাল ৪টায় দক্ষিণ স্টেশন থেকে শহীদ আফনান চত্বর পর্যন্ত পদযাত্রা করবেন তারা। পরবর্তীতে আফনান চত্বরে এনসিপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে রামগঞ্জে আরেকটি পথসভা করবে দলটি।
আফরোজা