
গোপালগঞ্জে নিরাপত্তাজনিত কারণে আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী সময়ে, আগামীকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ শুক্রবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে শনিবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলার সর্বত্র কারফিউ বলবৎ থাকবে। এরপর সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে, যাতে পাঁচজন বা তার বেশি লোকের একত্রে জড়ো হওয়া, সভা-সমাবেশ এবং যেকোনো ধরনের মিছিল নিষিদ্ধ থাকবে।
তবে জনস্বার্থ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান পাবলিক পরীক্ষা এই আদেশের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আফরোজা