ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাফিক বক্স, আহত ২

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ১৮:১৪, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৯, ১৯ জুলাই ২০২৫

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাফিক বক্স, আহত ২

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেটের সামনে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সের উপর উঠে গেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন ট্রাকের চালককে আটক করে পুলিশে দেয়। দুর্ঘটনায় পুলিশ বক্সটি দুমড়ে-মুচড়ে গেছে। 

আহত পুলিশরা হলেন, এএসআই চাঁন মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭)। আহতদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) টঙ্গী কলেজ গেট ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে জানান, বালুবোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরাজ খান

×