
ছবি: দৈনিক জনকণ্ঠ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। এনসিপির ঈদগাঁও চকরিয়া মঞ্চ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
জানা যায়, চকরিয়ায় জনতা টাওয়ারের এনসিপির সমাবেশের মঞ্চে বিএনপির হামলা, মঞ্চ ভাঙচুর ও রাস্তায় চেয়ার ছুড়ে মারা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় চকরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলছে।
বক্তারা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপির আস্থাভাজন অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ যিনি কক্সবাজার জেলার গর্ব, যিনি বি এন পির একজন শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির পথসভায় কক্সবাজার জেলার শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সালাউদ্দিন আহমদ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সম্মান ক্ষুণ্ন করা এত সহজ নয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। এন সিপি র আগে রাজনীতি শিখতে হবে এর পর রাজনীতিতে নামতে হবে।
সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চকরিয়া মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে।
এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্যের জেরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এসসময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায়।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা আরও বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস।
এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারো "বাপের'' না।
অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য বিএনপি নেতা কর্মী ও উত্তেজিত জনতার তোপের মুখে এনসিপি নেতৃবৃন্দ ঈদগাও এবং চকরিয়ায় পথসভা না করে চলে গেছেন।