ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সোনারগাঁয়ে ১০  মাস ধরে যুবক নিখোঁজ: থানায় অভিযোগ 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ১৯ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ১০  মাস ধরে যুবক নিখোঁজ: থানায় অভিযোগ 

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে মাজিদুল(৩৩) নামের এক যুবক ১০ মাস ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির পিতা আজিজুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার বাসিন্দা।

আজিজুল হক অভিযোগে উল্লেখ্য করেন, নিখোঁজ মাজিদুল পারিবারিক কলহের জের ধরে গত ১০ মাস আগে বাসা থেকে বের হয়ে যায়। এর পর থেকেই সে আর বাসায় ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির পিতা আজিজুল হক বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আজিজুল হক বলেন, নিখোঁজের ১০ মাস পার হলেও আমার সন্তানকে খোঁজে পাচ্ছি না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোন সহযোগিতা পাচ্ছি না। সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, নিখোঁজের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশ কাজ করছেন।

ফারুক

×