
ছবি: দৈনিক জনকণ্ঠ।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোর পুকুরে একটি জীবন্ত ইলিশ ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও রবিউল ইসলাম এর উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে ।
এসয় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন উপস্থিত সবাই। জালে উঠে আসা ইলিশ টি প্রায় ১০ ইঞ্চি লম্বা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলাপাড়া ইউএনওর ফেইসবুক পেইজ থেকেও একটি ভিডিও পোস্ট দেওয়া হয়েছে।
এবিষয়ে সদ্য বদলি আদেশ পাওয়া ইউএনও রবিউল ইসলাম বলেন, ‘পুকুরে জীবন্ত ইলিশ পাওয়া যায় এ কথা বহুবার শুনেছি। বিভিন্ন সময়ে পেপার পত্রিকার খবর দেখেছি। তবে আজ নিজ চোখে দেখতে পেলাম।’
মাছটা জালে ধরার পর অনেক সময় ধরে ছটফট করতে থাকে। তবে পুকুরের সঙ্গে পাশের চিঙ্গুরিয়া খালের একটি পাইপের সংযোগ রয়েছে। খালের সঙ্গে আন্ধার মানিক নদীর সংযোগ রয়েছে। ওই পথে ইলিশের পোনা পুকুরে আসতে পারে বলে ধারণা এই করা হচ্ছে।
মিরাজ খান