
ছবি: দৈনিক জনকণ্ঠ।
‘শিশুর প্রাণ অমূল্য, একটি অসতর্কতা অনেক স্বপ্নকে নিভিয়ে দিতে পারে’—এমনই জোরালো বার্তায় অনুষ্ঠিত হলো গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু মৃত্যু, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মা সমাবেশ।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র রায়, গণমাধ্যমকর্মী রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, বেলকা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, উপকারভোগী মৌসুমী বেগম, জেসমিন বেগম ও মারুফা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে পানিতে পড়ে শিশুর মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। এসব দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অভিভাবকদের অসচেতনতা ও নজরদারির অভাব। সামান্য সতর্কতা ও সচেতনতাই হতে পারে একটি শিশুর প্রাণ বাঁচানোর প্রধান উপায়।
তারা বলেন, শুধু শিশুর নিরাপত্তাই নয়, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধেও মা ও পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়ের চোখ খুললে পুরো সমাজ জেগে ওঠে। তাই প্রতিটি মাকে হতে হবে সজাগ, সচেতন ও দৃঢ়।
সভায় বক্তারা আরও জানান, শিশুর মৃত্যু আমাদের ব্যথিত করে, কিন্তু এ ব্যথা থেকে শিক্ষা না নিলে সামনে আরও বড় বিপদের আশঙ্কা রয়ে যায়। মা-সমাবেশের মাধ্যমে পরিবার-ভিত্তিক সচেতনতা গড়ে তুললেই সমাজ থেকে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে।
মিরাজ খান